সিবিএন ডেস্ক
উখিয়ায় পাহাড় ধ্বংস ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বেড়েছে। জালিয়াপালং ইউনিয়নের মনখালী মেরিনড্রাইভসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন এবং পাহাড় কাটা অব্যাহত রয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দিবাগত রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী। এ সময় অবৈধ মাটি উত্তোলনের দায়ে একজনকে আটক করা হয়।
আটককৃত আসামী ময়মনসিংহ জেলার গৌরিপুরের বাসিন্দা রুস্তম আলীর পুত্র মোহাম্মদ সজীব (২৫) কে আটক করা হয়।
অভিযানের সময় মাটি পরিবহনের একটি মিনি ট্রাক (ডাম্পার) এবং মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়। মোহাম্মদ সজীবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী পরিবেশ রক্ষায় আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।