মমতাজ উদ্দিন আহমদ ,আলীকদম প্রতিনিধি:
শনিবার বান্দরবানের আলীকদম-ফাঁসিয়াখালী সড়কের তারাবুনিয়ায় ডাম্পার ও মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ঘাটতক ডাম্পারটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। পুলিশ নিহতদের উদ্ধার করেছে।
নিহত ৩ জন পরিবারকে দাফন-কাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী
অফিসার মো. আবদুল্লাহ আলম মুমিন।
দুর্ঘটনায় নিহতরা হলেন, আলীকদমের নাছির চেয়ারম্যান পাড়ার মাশুক আহমদের ছেলে মো: বেলাল (৩০), বাজার পাড়ার মিন্টুর ছেলে মো: মিনহাজ (১৮) ও স্থানীয় মনু মিস্ত্রি কলোনীতে বসবাসরত রোহিঙ্গা নাগরিক ছৈয়দ আকব্বর (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মোটর সাইকেলযোগে চালক ও দুই যাত্রীসহ মোট তিনজন চকরিয়া থেকে আলীকদমের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে আলীকদম-ফাঁসিয়াখালী সড়কের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্বারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় তিন আরোহী।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে যায়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বড়ুয়া। এদিকে ইউএনও মো. আবদুল্লাহ আল মুমিন নিহতদের পরিবারকে ২০ হাজার হারে তিন পরিবারকে ৬০ হাজার টাকা দাফন-কাপনের অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।