নিজস্ব প্রতিবেদক:
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিছ যুব সংঘ কক্সবাজার জেলার উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারী রাতে কক্সবাজার পাবলিক হলে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
তিনি বলেন, কোন মাযহাবে মুক্তি নেই। কুরআন- হাদিসের পরিপূর্ণ অনুসরণ করলে মিলবে আল্লাহর সন্তুষ্টি। ইসলাম চিরসত্য। ইসলামই মুক্তির একমাত্র গ্যারান্টি।
সবাইকে ইসলামের সঠিক পথে আসার আহবান জানান প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
আহলে হাদীছ আন্দোলন কক্সবাজার সংগঠনিক সেলের সভাপতি এডভোকেট মো. শফিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আহলে হাদীছ আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ জাহাঙ্গীর আলম ইসলাহী, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, আহলে হাদীছ পেশাজীবী ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, সৌদি আরবের মক্কা ইসলামিক সেন্টারের সাবেক দ্বাঈ ও অনুবাদক শায়েখ আতাউল্লাহ আলী হোছাইন মাক্কী, আহলে হাদীছের প্রচার সম্পাদক ও মাসিক আত তাহরীকের সম্পাদক ড. মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি শায়েখ শরীফুল ইসলাম মাদানী, শায়েখ মোস্তাক আহমদ মাদানীসহ কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আহলে হাদীছ আন্দোলন কক্সবাজারের প্রচার সম্পাদক
মো. আবুল কালামের সঞ্চালনায় সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজারে ইসলামী সম্মেলনে আহলে হাদীছ আন্দোলনের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।