সিবিএন ডেস্ক ;
কক্সবাজার সমুদ্র সৈকতে তিন পর্যটককে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করার পাশাপাশি লুট করা মালামালও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ফাহিম রাজ (২২), চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ভবানীপুরের বড় হাতিয়া গ্রামের বাসিন্দা, শহিদুল ইসলাম (২২), চট্টগ্রামের স্কুলরোড এলাকার বাসিন্দা, শাখাওয়াত বিন কাইয়ুম ওরফে আকাশ (২৭), কক্সবাজারের টেকপাড়া কালুর দোকান এলাকার বাসিন্দা, আশরাফুল ইসলাম (১৯), বিজিবি ক্যাম্প-সংলগ্ন চৌধুরী পাড়ার বাসিন্দা, সৈয়দ নুর (২০), সমিতি পাড়ার বাসিন্দা, মো. জিসান (১৯), সমিতি পাড়ার বাসিন্দা।
কক্সবাজার মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানিয়েছেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাইসহ অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।”
কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, “সৈকতের ঝাউবাগানসহ বিভিন্ন এলাকায় ছিনতাইকারীরা আগে থেকেই অবস্থান নেয়। সুযোগ বুঝে তারা পর্যটকদের মালামাল ছিনতাই করে। এমন আরও কিছু গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।”
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার সৈকতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।