সংবাদ বিজ্ঞপ্তি:
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ৮ ফেব্রুয়ারি ২০২৫ কক্সবাজারে আগমন উপলক্ষ্যে জেলা সাংস্কৃতিক টীমের এক প্রস্তুতি সভা ১৯ জানুয়ারি সন্ধ্যায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। প্রধান অতিথি সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে ৮ ফেব্রুয়ারি আমীরে জামায়াতের সফর উপলক্ষে সকল কর্মসূচিতে সাংস্কৃতিক পরিবেশনার নির্দেশনা প্রদান করেন। কর্মী সম্মেলন উপলক্ষে থিম সং নির্মাণসহ যাবতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড সুচারুভাবে প্রস্তুতি গ্রহণ ও মানসম্মত অনুষ্ঠান পরিবেশনার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। সকলের সম্মিলিত অংশগ্রহণে একটি সফল, সুশৃংখল ও জেলাবাসীর প্রত্যাশা পূরণে আয়োজিত কর্মী সম্মেলন এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ফরিদুল আলম। সভায় শিল্পী ইকবাল হাসান, অনির্বাণ শিল্পী গোষ্ঠীর পরিচালক আব্দুল গফুরসহ শিল্পী ও সাংস্কৃতিক দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।