সিবিএন ডেস্ক
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানিয়েছে, মুক্তিযোদ্ধা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোটায় পাস করা ১৯৩ জন শিক্ষার্থীর মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে এবং কোটায় পাস করা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে।
সোমবার(২০ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান।
তিনি বলেন, কোটা সংক্রান্ত সিদ্ধান্ত রাষ্ট্র গ্রহণ করবে, স্বাস্থ্য মন্ত্রণালয় নয়। তিনি আরও জানান, শিক্ষার্থীদের কাগজপত্র অনলাইনে পাঠানোর জন্য বলা হয়েছে এবং সেগুলোর পর সাক্ষাৎকার নেওয়া হবে, যার পরে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
এছাড়াও সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল এবং কোটা সংস্কারের দাবি তুলেছেন।
এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫,৩৮০টি আসন রয়েছে, যার মধ্যে ২৬৯টি আসন মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ। তবে, ৪০ নম্বর পেয়ে ১৯৩ জন শিক্ষার্থী পাস করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।