এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া:
উখিয়ায় ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জানুয়ারি) সকালে উখিয়া উপজেলা প্রশাসন এবং বিএসটিআইয়ের সমন্বয়ে পরিচালিত উখিয়া সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনীমের আদালত এই জরিমানা করেন।
জরিমানা করা প্রতিষ্ঠান ৩ টির মধ্যে রয়েছে উখিয়ার বিখ্যাত মেসার্স নূর হোটেল এন্ড রেস্টুরেন্ট। এই হোটেলকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত ঘি, ফার্মান্টেড মিল্ক এবং সুইটমিটস পণ্যের উৎপাদন এবং মোড়কজাতকরণের অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজাপালং এর মেসার্স আর রহমান বেকারিকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত বেকারি পণ্যের উৎপাদন এবং বিক্রির অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মরিচ্যার মেসার্স জনপ্রিয় বেকারিকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত বেকারি পণ্যের উৎপাদন এবং মোড়কজাত করণের অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) শিমু বিশ্বাস এবং পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।