আবহাওয়া বার্তা:

মাঘের প্রথম সপ্তাহের শেষ দিনে ঢাকায় শীতের প্রকোপ কম। সারাদেশেই হালকা শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে:
আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে:

  • রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
  • দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

আসন্ন পূর্বাভাস:

  • ২২ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
  • দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
  • তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও ৫ দিনের মধ্যে তা আবার কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শীতের প্রকোপ কম থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জনজীবন অব্যাহত থাকলেও তাপমাত্রার এই পরিবর্তন মৌসুমের ধরন পাল্টানোর ইঙ্গিত দিচ্ছে।