আব্দুস সালাম, টেকনাফ ;
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৫ এর সদস্যরা একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছেন। এ সময় এক অস্ত্র কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামারী এলাকার রুস্তম আলীর ছেলে মো. ইউনুস (৩০)।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকায় কিছু মাদক কারবারি ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ টিম ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মো. ইউনুস নামে এক অস্ত্র কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
আ. ম. ফারুক আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র কারবারের অভিযোগে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।