সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল স্টিল ব্রিজ সংলগ্ন মাঝিরঘাট ফুটবল মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব-১৫, মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোররাতে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আটক মাদক কারবারি মো. ছলিম (৫৫), কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী সওদাগরপাড়া এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাঁকখালী নৌপথে একটি বড় ইয়াবার চালান আসার খবর পায় র‍্যাব। সেই তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুই মাদক কারবারি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলেও র‍্যাব একজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক মো. ছলিম জিজ্ঞাসাবাদে জানায়, তিনি এবং তার সহযোগী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় তা বেশি দামে বিক্রি করত।

র‍্যাব-১৫ এর কর্মকর্তা আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক এবং পলাতক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।