সিবিএন ডেস্ক
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনায় তল্লাশি চালিয়ে উড়োজাহাজটিতে কোনো বোমা বা বিস্ফোরক মেলেনি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এ এ বিষয়ে ব্রিফ করবে কর্তৃপক্ষ।
বুধবার(২২ জানুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দরে ফোন করে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেয়া হয়। এ কারণে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানবাহিনীর নিরাপত্তা টিম দ্রুত যাত্রীদের নামিয়ে আনলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রেখে দেয়া হয়।
সাড়ে দশটার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট উড়োজাহাজে প্রবেশ করে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে এবং হ্যান্ড ব্যাগেজ তল্লাশি করে। তবে কোনো বিস্ফোরক বা বোমা সদৃশ বস্তু পাওয়া যায়নি।
তল্লাশি চলাকালে যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয় এবং তাদের ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত রাখা হয়। উড়োজাহাজটি সম্পূর্ণ নিরাপদ ঘোষণার পর যাত্রীদের ব্যাগ ফেরত দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।
রোম থেকে ছেড়ে আসা বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজটিতে ২৫০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।