কুতুবদিয়া সংবাদদাতা:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় কুতুবদিয়ার ধূরুং বাজার এলাকার দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে নুর মদিনা বেকারি ১০ হাজার এবং ভাই ভাই বেকারিকে ৫ হাজার টাকা।
বুধবার বিকাল তিনটায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
এসময় উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন ও থানার ওসি আরমান হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, এই দুই বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদন করা হচ্ছিল। পরবর্তীতে অভিযানে এমন পরিবেশ পাওয়া গেলে এই দুই প্রতিষ্ঠানকে সিলগালা করা হবে বলে জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।