সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিক জেলা কার্যালয় কক্সবাজারে ২০২৪-২৫ অর্থবছরে ৩য় ব্যাচের শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) বিসিক জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থীকে শিল্পোদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেয়া হয়।
২২ জানুয়ারী সমাপনী দিনে তাদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
গত ১৮ জানুয়ারী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন বিসিক চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক ও যুগ্মসচিব মো: মোতাহার হোসেন।
বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ রিদওয়ানুর রশিদ এর সভাপতিত্বে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের ডিজিএম মো. জাফর ইকবাল ভূঁইয়া।
কোর্স সমন্বয়ক ছিলেন শিল্পনগরী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে এবং বেকারত্ব দূরীকরণে এ প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।