সিবিএন ডেস্ক ;
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উখিয়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্র মেলার উদ্বোধন করেছেন। গতকাল (২২ জানুয়ারি) বুধবার বিকেলে উখিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, মেলার প্রধান উপদেষ্টা সরওয়ার জাহান চৌধুরী, মেলা কমিটির চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, মহাসচিব তারেক মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সাদমান জামি চৌধুরী, আরাফাত চৌধুরী হান্নান, ইমরান খানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, “উখিয়াতে অনেক শিল্প রয়েছে। তাঁত শিল্প, কুমার শিল্পের মতো দেশীয় পণ্যের প্রচার ও বিপণন স্থানে মেলা আয়োজনের গুরুত্ব রয়েছে।” তিনি আরও বলেন, “মাদক একটি পরিবারকে শেষ করে দেয়, সমাজ ও দেশ থেকে মাদককে বিতাড়িত করতে হবে।”
মেলায় ১২০টি স্টল রয়েছে, যেখানে নতুন নতুন পণ্য প্রদর্শিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জুলাই বিপ্লবের কর্ণার, যা আগতদের দৃষ্টি আকর্ষণ করবে। শাহজাহান চৌধুরী আরও বলেন, “এ ধরনের কার্যক্রম ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতির পাশাপাশি বেকারত্ব কমানো, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখা এবং দারিদ্র্য কমিয়ে দেশের অর্থনীতির ভিত মজবুত করতে সহায়তা করবে।”
মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।