শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ায় নির্মাণাধীন ঘরের কাজ তদারকি ও বিভিন্ন চলমান প্রকল্পের কাজের পরিদর্শন করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার উপজেলার তিন ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে প্রকল্পের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।

এর আগে লেমশীখালী ইউনিয়নে “পানিতে পড়ে শিশুর মৃত্যু ও আমাদের করণীয়” শীর্ষক সচেতনতা সভায় যোগ দেন।

সভায় কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার জেলার সিনিয়র কোঅডিনেটটর জিয়াউল করিম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেমশীখালী ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, আমরা গবেষণা করে দেখেছি একটা শিশু সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে শিশুরা পানিতে পড়ে  মৃত্যু বেশি হয়। যা হচ্ছে স্কুলে যাওয়া সময় এবং স্কুল থেকে আসার সময়। খুব খুশি হয়েছি যে কুতুবদিয়ার শিশুর মৃত্যু প্রতিরোধ করতে কুতুবদিয়ার ছেলে-মেয়েরা অল্প বেতনে কাজ করে যাচ্ছে। এ সময় মাদের উদ্দেশ্যে করে বলেন, শিশুদের দেখতে হবে যেহেতু বাবারা কাজে ব্যস্ত থাকে। পানিতে পড়ে শিশুর মৃত্যু রোধ করতে কোস্ট ফাউন্ডেশনের কর্মীদের সচেতনতা বাড়াতে বলেনও কোনো প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

পরে কোস্ট ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করেন তিনি।