সংবাদদাতা:
চকরিয়ার হারবাং রেলওয়ে স্টেশনে স্টপেজ চালু করার দাবিতে চট্টগ্রামের সিআরবিতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপনা পরিচালক কার্যালয়ের সামনে মানববন্ধন করে সচেতন হারবাংবাসী।
২৩ জানুয়ারী সকালে অনুষ্ঠিত মানববন্ধনে এডভোকেট নাজমুল ইসলাম বলেন, আমরা আশায় বুক বেঁধে ছিলাম, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন চালু হলে রেলে যাতায়াত করবো। কিন্তু আমাদের আশা হতাশাতে পরিণত হলো। আমরা আশা করবো আজকের মানববন্ধনের যে দাবি তারা সেটা পূরণ করবেন।
মানববন্ধনে হারবাংবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব চকরিয়ার আহ্বায়ক সাখাওয়াত হোসাইন শিপন,এ সময় তিনি বলেন, আমরা ছোট বেলা থেকে রেললাইন চালু হলে রেলে যাতায়াত করার স্বপ্ন দেখতাম। কিন্ত তা পূরণ হচ্ছে না। আমাদের এই স্টেশন, হারবাং ইউনিয়ন, বরইতলি ইউনিয়ন, আজিজনগর ইউনিয়ন, পেকুয়া উপজেলা, কুতুবদিয়া উপজেলার মাঝখানে, এসব এলাকা মিলে প্রায় ৪ লক্ষ মানুষেমানুষের বসবাস, কিন্ত স্টপেজ না রেখে লক্ষ লক্ষ মানুষকে রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে তা আমরা জানাতে চাই।
এ সময় তিনি আরও বলেন, এখানে স্টপেজ ও টিকেট কাউন্টার চাকু কটলে প্রতিদিন ২০০-৫০০ টিকেট বিক্রি হবে। সর্বশেষ দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন।
কলেজ শিক্ষার্থী মিশকাত উদ্দীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চবি শিক্ষার্থী নাসিফ খান, আসিফ ও আকিব।
সবশেষে দাবি সংবলিত একটি স্মারকলিপি রেলওয়ে পূর্বাঞ্চল পরিচালককে হস্তানান্তর করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।