নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক ভূমিকা ও অবদানের কথা তিনি স্মরণ করেন। যাদের র’ক্ত ও ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবার সহযোগিতা কামনা করেন লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলি, ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী, ডিন প্রফেসর কাজী মুস্তাইন বিল্লাহ, প্রক্টর মুহাম্মদ বদিউল আলম, সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর, প্রভাষক মুহাম্মদ আব্দুল আজিজ, নাঈমউদ্দিন মাহমুদ ও মুহাম্মদ জায়েদ।

সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও পুনরুদ্ধারের ইতিবৃত্ত তুলে ধরেন।