চট্টগ্রামের মিরসরাই উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় বাসচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মিঠাছড়া বাজারের দক্ষিণে হাদি মুসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, নারায়ণগঞ্জ থেকে বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীরা ছিলেন, যারা শিক্ষা সফরে রাঙামাটি ও কক্সবাজার যাচ্ছিলেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিরসরাই এলাকায় বাসটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে। বাসচাপায় ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. জিয়া উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এক পথচারী নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আহত ১০ জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।