চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি নেতা আয়ূব জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামি মো. শাহাব উদ্দিন ওরফে সুমনকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহাব উদ্দিন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার বাসিন্দা। তিনি গিয়াস উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, নিহত জাহাঙ্গীর আলম গাছুয়া এলাকার বাসিন্দা ছিলেন। জায়গা-সম্পত্তি নিয়ে স্থানীয় আবু তাহেরের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল।
২০ জানুয়ারি ঘটনা: জাহাঙ্গীরকে ফোন করে সুমন পার্শ্ববর্তী পুকুরপাড়ে ডেকে নেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে সুমন ও তার সহযোগীরা মিলে তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলা ও গ্রেপ্তার: ঘটনার পরদিন (২১ জানুয়ারি) জাহাঙ্গীরের স্ত্রী বাদী হয়ে শাহাব উদ্দিনসহ ৭ জনের নাম উল্লেখ করে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন।এরপর থেকে শাহাব উদ্দিন পলাতক ছিলেন। র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন হত্যার দায় স্বীকার করেছেন। তাকে আইনি প্রক্রিয়ার জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।