সিবিএন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় গিয়েছেন শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শাহবাগ থানা থেকে পুলিশ ভ্যানে করে তারা যমুনার উদ্দেশে রওনা হন।

প্রতিনিধি দলে রয়েছেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

শিক্ষকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি পেশ করা হবে। পাশাপাশি একটি স্মারকলিপিও জমা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষকরা সমাবেশ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা সকাল থেকেই সেখানে জড়ো হন। বিকেল পৌনে ৪টার দিকে শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশে মিছিল শুরু করেন তারা।

শাহবাগে পৌঁছালে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ৫টার দিকে প্রতিনিধি দলকে পুলিশ ভ্যানে যমুনায় পাঠানো হয়। দশম গ্রেডের দাবি আদায়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের এই কর্মসূচি চলমান রয়েছে।