দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত থেকে মোহাম্মদ আল আমিন (৩৮) নামে এক কৃষককে জমিতে কাজ করার সময় ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বিরল উপজেলার এনায়েতপুর বিওপি ক্যাম্পের ৩২৩ নম্বর পিলারের কাছে বাংলাদেশ সীমান্তের ভেতরে কাজ করার সময় আল আমিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। কৃষক আল আমিন ধর্মপুর গ্রামের রিয়াস উদ্দিনের ছেলে।

বিকেল ৩টায় এনায়েতপুর জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম পিএসসি এবং বিএসএফের ৯১ ব্যাটালিয়ন কমান্ডার বিপেন কুমার নেতৃত্ব দেন। আলোচনার পর বিকেল সোয়া ৪টায় আল আমিনকে ফেরত দেওয়া হয়।

বিজিবি হেফাজতে থাকা ভারতীয় নাগরিক নারায়ণ চন্দ্র রায় (৪৫)–কে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। নারায়ণ চন্দ্র ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, বিএসএফ সন্দেহ করেছিল, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সহযোগিতা করেছেন আল আমিন। এটি একটি ভুল বোঝাবুঝি ছিল। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়।