সিবিএন ডেস্ক ;
সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুকে নিয়ে আয়োজন করেছে দুই রাত, তিন দিনের বিশেষ কক্সবাজার ভ্রমণ, যার শিরোনাম ছিল “সবাই দেখবে কক্সবাজার”।
গত শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর থেকে বাসযোগে শিশুদের কক্সবাজার ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয়। তাদের যাতায়াত, থাকা-খাওয়ার সমস্ত খরচ বহন করেছে সংগঠনটি। এই ভ্রমণে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ভ্রমণের দ্বিতীয় দিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। তিনি বলেন, “দূর্বার তারুণ্য ফাউন্ডেশন যা করে দেখিয়েছে তা মানবিক কাজে একটি অভাবনীয় দৃষ্টান্ত। আমি এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকব।”
অনুষ্ঠানটি উদ্বোধন করেন অগ্রগামী গ্রুপের চেয়ারম্যান মো. গোলাম ফারুক মজনু, যিনি বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের সবারই উচিত এমন উদ্যোগে সংশ্লিষ্ট হওয়া।”
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, “আমরা সমাজকে বার্তা দিতে চেয়েছি—কক্সবাজারে ঘুরতে গেলে বাসার বুয়া, দারোয়ান বা ড্রাইভারসহ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আসুন। এটি আত্মিক শান্তি এনে দেবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী পিপিএম, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক আঁখি সুলতানা, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা।
এমন একটি মানবিক উদ্যোগ দেশজুড়ে প্রশংসিত হচ্ছে। এটি সামাজিক দায়িত্ববোধের উদাহরণ হয়ে উঠেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।