যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের জন্য ইউএসএআইডিসহ বিদেশে বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) অর্থ সহায়তা বন্ধ করেছেন।

তবে এ অবস্থায়ও বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে। রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।

অপূর্ব জাহাঙ্গীর জানান, মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টি সহযোগিতা চালিয়ে যাবে। এজন্য প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে এ বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন বলে জানানো হয়।

প্রেস সচিব শফিকুল আলম জানান, রোহিঙ্গা ইস্যুতে সরকার এ বছরই আন্তর্জাতিক সম্মেলন করবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে। এর সহ-আয়োজক হবে জাতিসংঘ।

তিনি বলেন, রাখাইন প্রদেশে সিভিল ওয়ারের কারণে মানবিক বিপর্যয় ঘটেছে। গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এদিকে, ইউএসএআইডি বাংলাদেশসহ একাধিক দেশে তাদের কার্যক্রম স্থগিত করেছে। শনিবার ইউএসএআইডির পক্ষ থেকে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

ইউএসএআইডির চিঠিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের নির্দেশনা অনুযায়ী, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম বন্ধ রাখতে এবং বরাদ্দ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।