রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন যে, এনামুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এনামুর রহমান ঢাকা-১৯ আসনের দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের বিগত শাসনামলে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া, তিনি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়েন। এরপর আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মীকে মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। এনামুর রহমানও এই প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তার হলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।