চট্টগ্রাম শাহ আমানত সেতুতে টোল আদায়ে দেরি হওয়ায় টোলপ্লাজায় কর্মরত কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে লোহাগাড়ার এক বিএনপি নেতার বিরুদ্ধে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক টোলপ্লাজায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম নাজমুল মোস্তফা আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক।
ভুক্তভোগী কম্পিউটার অপারেটরের নাম মোহাম্মদ ইমন। তিনি টোলপ্লাজায় টোল আদায়ের দায়িত্বে ছিলেন।
ইমনের অভিযোগ অনুযায়ী, নাজমুল মোস্তফা আমিন তার শার্টের কলার ধরে টানেন এবং কম্পিউটারে আঘাত করেন। এ সময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে গাড়িবহর নিয়ে সাতকানিয়া যাচ্ছিলেন।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মতে, মেয়রের গাড়িবহর সাতকানিয়ার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে টোলপ্লাজা পার হচ্ছিল। গাড়িগুলোর মধ্যে একটি গাড়ি টোল দিতে এগিয়ে গেলে সামান্য বিলম্ব হয়। এতে ক্ষিপ্ত হয়ে নাজমুল মোস্তফা আমিন গাড়ি থেকে নেমে টোলপ্লাজার বুথে প্রবেশ করেন এবং কর্মী ইমনকে গালিগালাজ করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং কম্পিউটারে আঘাত করেন।
কর্মীরা জানান, শুক্রবার সাধারণত গাড়ির চাপ বেশি থাকে এবং টোল আদায়ে বিলম্ব হয়। এ সামান্য বিলম্বে তিনি অস্বাভাবিক আচরণ করেন, যা কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং কিছুক্ষণের জন্য টোল আদায় বন্ধ হয়ে যায়।
ঘটনার বিষয়ে নাজমুল মোস্তফা আমিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি।