ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং ইসলামী আন্দোলনের সিনিয়র নেতারা, যেমন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব ইউনুস আহম্মেদ শেখ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে ইসলামী আন্দোলন এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই দলের মধ্যে দশটি বিষয়ে ঐক্যমত্য হয়েছে।

১. স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা।

২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও টাকা পাচারকারীদের বিচারে কঠোর পদক্ষেপ গ্রহণ।

৩. ভোটাধিকারসহ মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গঠন।

4. দ্রুত সময়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন।

৫. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অধিকারবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত।

৬. আওয়ামী ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

৭. ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে পারস্পরিক বিরোধিতা বন্ধ।

৮. ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসা প্রতিহত করা।

৯. ইসলামবিরোধী সিদ্ধান্ত এবং বক্তব্য থেকে বিরত থাকা।

১০. প্রশাসনের আওয়ামীপন্থী ফ্যাসিবাদের দোসরদের অপসারণ।

এর আগে, গত ২১ জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমান বৈঠক করেন।