সিবিএন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো রাজনৈতিক দলের সার্থকতা তখনই আসে, যখন মানুষ সেই দলের সাথে থাকে। যদি কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হয়, তবে তাদের পরিণতি হবে ৫ আগস্টের মতো। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির জনপ্রিয়তা নির্ধারণ করবে জনগণ। এজন্য জনগণের সাথে থাকতে হবে এবং তাদের সাথে মেলবন্ধন বজায় রাখতে হবে। এককভাবে সব সমস্যার সমাধান সম্ভব নয়, সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়।

তিনি সতর্ক করে বলেন, অন্যায় বা খারাপ কাজ করলে বিএনপি কোনো নেতাকর্মীর সাথে সম্পর্ক রাখবে না। জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে, আর সেই আস্থা যারা নষ্ট করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে না।