সিবিএন ডেস্ক
ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর।
বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। এছাড়া, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি বিএমসি প্যানডোরা।
প্রতিবেশী দেশ দুটি থেকে আসা চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।