নিষিদ্ধ সংগঠন পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশত্যাগের চেষ্টার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
গ্রেপ্তার হওয়া সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তারের খবর পেয়ে পাবনা থেকে পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
গত ৪ আগস্ট পাবনার আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুই শিক্ষার্থী—জাহিদুল ইসলাম (১৯) ও মাহবুব হাসান নিলয় (১৪) নিহত হন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
এই ঘটনায় সীমান্তসহ বেশ কয়েকজনকে আসামি করে দুটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে সীমান্তকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।