রাজধানীর সরকারি সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি এই প্রস্তাব দিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির নাম ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ইউজিসির চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা চাইলে এই নামটি গ্রহণ করা হতে পারে।

‘জুলাই ৩৬’ নামটি শিক্ষার্থীদের বিদ্রোহ ও আত্মত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। ইউজিসির চেয়ারম্যান জানান, জুলাই বিদ্রোহে শিক্ষার্থীদের অবদানকে সম্মান জানাতে এই নামটি প্রস্তাব করা হয়েছে।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা নতুন এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়তে পারেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না।