সিবিএন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ছাত্ররা নিজেরাই একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তারা সারা দেশে লোকজনকে সংগঠিত করছে।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন চলাকালে ফিন্যান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে এ বিষয়ে কথা বলেন মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ‘র্যাচম্যান রিভিউ’ পডকাস্টের কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, তিনি যে দুটি সম্ভাব্য সময়ের কথা বলেছেন, তা উপযুক্ত সময়। কারণ, তিনি জাতীয় ঐক্য ধরে রাখার ওপর জোর দিচ্ছেন এবং এ থেকে বিচ্যুত হতে চান না।
অধ্যাপক ইউনূস জানান, ছাত্রদের মধ্য থেকেই দল গঠনের উদ্যোগ আসছে। তিনি বলেন, ‘তারা ভালো কাজ করছে। এখন তারা বলছে, কেন আমরা আমাদের নিজস্ব দল গঠন করি না? আমরা একটা সুযোগ নিতে চাই।’
তবে ইউনূস সতর্ক করে বলেন, ‘দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। রাজনীতিতে প্রবেশ করলে বিভিন্ন ধরনের রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে মিশতে পারে, যা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।’
পডকাস্টে উপস্থাপক গিডেয়েন র্যাচম্যান বলেন, ভারতীয় বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের পরিস্থিতি নাজুক এবং ইসলামপন্থীরা দেশ নিয়ন্ত্রণে নিতে পারে।
এ বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখি না। তরুণেরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির কোনো অভিপ্রায় নেই। তারা দেশ রক্ষায় রাজনীতিতে যুক্ত হচ্ছে।’
তিনি বলেন, ‘তারা যা অর্জন করেছে, তা রক্ষা করতে হবে। অন্যথায় পুরনো রাজনৈতিক শক্তিগুলো তা দখলে নিয়ে নেবে। তাই আমি বলব, ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে।’