শুক্রবার ইজতেমার আয়োজক ও টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে ৩ মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আব্দুল কুদ্দুস গাজী (৬০) খুলনার ডুমুরিয়া থানার বাসিন্দা, আমিরুল ইসলাম (৪৬) ঠাকুরগাঁওয়ের বাসিন্দা, সাবেদ আলী (৭০) শেরপুরের শ্রীবরদী থানার বাসিন্দা।
তিনজনেরই জানাজা বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আব্দুল কুদ্দুস গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অপর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের সিভিল সার্জন কন্ট্রোল রুমের সহকারী স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন।