সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের টেকনাফে অপহৃত ছয়জনকে জিম্মি দশা থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে দুই অপহরণকারীকে আটক করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক দুই অপহরণকারী: মোহাম্মদ আনোয়ার (টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড, নাইট্যংপাড়া), পারভীনা আক্তার ওরফে পারভীন (সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, বড়ইতলী)
উদ্ধার হওয়া ব্যক্তিরা: দুইজন বাংলাদেশি (টেকনাফ উপজেলার বাসিন্দা), চারজন রোহিঙ্গা (উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা)।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বড়ইতলী জামে মসজিদের বিপরীতে একটি ঘরে কয়েকজনকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছিল। পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করে, তবে ৫-৬ জন পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি কক্ষে ছয়জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা মালয়েশিয়ায় পাচারের প্রলোভন দেখিয়ে ২-৩ দিন আগে ভুক্তভোগীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফে ২১৬ জন এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮৭ জন অপহরণের শিকার হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।