পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি সালমান ফারসী শোভনকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে দিয়েছেন। তাকে ৩১ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৫টার দিকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিল, তখন শোভন বাইক নিয়ে কলেজ এলাকায় ঘুরতে আসেন। কিছু শিক্ষার্থী তাকে চিনে ফেলে, এবং পরে ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, শোভন বলেন, বিকেলে তিনি এডওয়ার্ড কলেজে বাইক নিয়ে ঘুরতে যান। এ সময় শিবিরের এক নেতা তাকে ডাক দিয়ে কথা বলেন। এরপর পেছন থেকে ১৫-২০ জন শিক্ষার্থী এসে তাকে মারধর করে এবং পরে পুলিশকে খবর দিয়ে তার হাতে তুলে দেন।
পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসেন জানান, এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিল, যখন ঝামেলা দেখে পুলিশকে ফোন দেওয়া হয়। তিনি জানান, শিবিরের কোনো সদস্য এ ঘটনায় জড়িত নয় এবং শোভনের ফোন ও বাইক নিয়ে যাওয়া সম্পর্কে তিনি কিছু জানেন না।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, “যাকে আটক করা হয়েছে, সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী নেতা। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়, তবে ফৌজদারি মামলা হবে।” তিনি আরও বলেন, শোভনের ফোন ও বাইকের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুজন শিক্ষার্থীকে ডেকে তাদের সঙ্গে কথা বলা হবে।