সিবিএন ডেস্ক:

কক্সবাজার, ১ ফেব্রুয়ারি ২০২৫: ভাষা আন্দোলনের অমর স্মৃতি বিজড়িত রক্তঝরা ফেব্রুয়ারি মাসের সূচনা হলো আজ। ১৯৫২ সালের এই মাসেই মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের ফসল আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা সারা বিশ্বে মাতৃভাষার মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত।

মাসব্যাপী নানা আয়োজনে শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের প্রতি। বিশেষ করে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে আয়োজন করা হবে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই মাসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হবে সালাম, রফিক, বরকত, জব্বারসহ সব শহীদদের স্মৃতির প্রতি।

ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ মাসে নতুন করে বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণের আহ্বান জানিয়েছেন ভাষাবিদ ও সংস্কৃতিমনা ব্যক্তিরা। তরুণ প্রজন্মের মধ্যেও এ মাস জুড়ে ভাষা শহীদদের স্মরণে বিশেষ আয়োজন ও নানা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

ফেব্রুয়ারি মাস এলেই বাঙালির মন-প্রাণ ফিরে যায় ইতিহাসের সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ে। মাতৃভাষার জন্য রক্ত দেওয়া বীর শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।