সিবিএন ডেস্ক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের প্রতিবাদে অনির্দিষ্টকালের হরতালের ডাক দিয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে, বালিয়াডাঙ্গী চৌরাস্তায় প্রার্থী ও ভোটাররা বিক্ষোভ মিছিল বের করে, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়। পরে তারা দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন।
দুওসুও ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও জেলা বিএনপি হঠাৎ করে তা স্থগিতের ঘোষণা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও হরতালের ডাক দেন।
বিএনপি নেতারা দাবি করেছেন, জেলা বিএনপির নেতারা ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত’ করে সম্মেলন স্থগিত করেছেন। তারা এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
তবে জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।