সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ-সংলগ্ন নাফ নদীতে কোস্টগার্ড দেখে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিলে আব্দুস শফি (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

অভিযানকালে কোস্টগার্ড একটি ট্রলার থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ মো. তুহিন নামে একজনকে আটক করেছে।

কোস্টগার্ড জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টেকনাফের শাহপরীরদ্বীপ-সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে। ধাওয়া খেয়ে পালানোর সময় নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি মারা যান।

কোস্টগার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মোহাম্মদ সাজ্জাদ জানান, মিয়ানমার থেকে আসা একটি সন্দেহজনক ট্রলার থামানোর নির্দেশ দিলে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে একজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালানোর চেষ্টা করলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রলারে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।