সিবিএন ডেস্ক ;
লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। লিবিয়ার উপকূল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার (১ ফেব্রুয়ারি) আজদাদিয়াতে ২০টি মৃতদেহ দাফন করা হয়েছে। মৃতদেহগুলো পচন ধরতে শুরু করায় দ্রুত দাফন করা হয়।
স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, নিহতরা সবাই বাংলাদেশি। তবে তাদের কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি, তাই জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।
এ দুর্ঘটনাস্থল লিবিয়ার পূর্ব সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকায় পড়েছে। রাজধানী বেনগাজি থেকে অনুমতি না পাওয়ায় বাংলাদেশ দূতাবাস এখনো ঘটনাস্থল পরিদর্শন করতে পারেনি।