সিবিএন ডেস্ক ;

টেকনাফের শাহপরী দ্বীপে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক হয়েছেন।

গ্রেপ্তার এড়াতে সমুদ্রে ডুব দেওয়ার ফলে আরেক মাদক কারবারি মারা গেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টায় কোস্ট গার্ড ও র‌্যাব যৌথভাবে শাহপরী দ্বীপ পশ্চিমপাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক গতিবিধির কারণে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা পাঁচজন ইয়াবা পাচারকারী সমুদ্রে ঝাঁপ দেয়। অভিযান চালিয়ে দুইজনকে উদ্ধার করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়।

পরবর্তীতে, তল্লাশি চালিয়ে বোট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধারকৃত দুজনের মধ্যে আব্দুস সবি (৫০) পানিতে ডুবে যান। টানা ১৫ মিনিট উদ্ধার অভিযানের পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।