রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হল ও মসজিদে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ফেরদৌস রহমান ফরিদ (২২) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

ফেরদৌস রহমান ফরিদ ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের মজিবর রহমানের ছেলে। তিনি রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান এবং চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে। পরে মতিহার থানার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি রাবির শহীদ আমির আলী হলের মুক্তমঞ্চ, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, মাদার বখশ হল, মতিহার হল, সোহরাওয়ার্দী হল ও শেরে বাংলা একে ফজলুল হক হলের মসজিদের ম