আসর শুরুর আগেই তামিম ইকবালের ফরচুন বরিশালকে সবচেয়ে ফেভারিট হিসেবে ধরা হয়েছিল। যদিও লিগ পর্বে তিনটি হার তাদের অবস্থান কিছুটা নড়বড়ে করেছিল, তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ধাপে তারা দুর্দান্তভাবে ফর্ম ফিরে পায় এবং ফাইনাল পর্যন্ত সেই ছন্দ ধরে রাখে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএল ফাইনালে চট্টগ্রাম কিংসকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম কিংস ১৯৫ রানের লক্ষ্য দেয়। শেষ ওভারের রোমাঞ্চে মাত্র তিন বল হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল।
প্রথমে ব্যাট করে চট্টগ্রাম কিংস ১৯৪ রান সংগ্রহ করে। খাজা নাফায় (৪৪ বলে ৬৬) ও পারভেজ ইমন (৪৯ বলে অপরাজিত ৭৮) দারুণ পারফর্ম করেন। শেষদিকে গ্রাহাম ক্লার্কের (২৩ বলে ৪৪) ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ গড়ে তারা।
জয়ের লক্ষ্যে নেমে বরিশালের হয়ে ওপেনার তামিম ইকবাল মাত্র ২৯ বলে ৫৪ রান করেন। তবে শরিফুল ইসলামের এক ওভারে দুই উইকেট পড়লে ম্যাচে উত্তেজনা তৈরি হয়।
ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স ২৮ বলে ৪৬ রান করে বরিশালকে এগিয়ে নেন। কিন্তু শেষদিকে উইকেট পড়তে থাকলে ম্যাচ জমে ওঠে। শেষ ওভারে ৮ রান দরকার হলে রিশাদ হোসেন ৬ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন।
শরিফুল ইসলাম ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নিলেও শেষ পর্যন্ত চট্টগ্রাম কিংস হার এড়াতে পারেনি।
এই জয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে শিরোপা জিতল ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অবদান ছিল অনন্য।
বিপিএল ২০২৫-এর এই ফাইনাল শুধু উত্তেজনার জন্যই নয়, রিশাদ হোসেনের সাহসী ফিনিশিংয়ের জন্যও মনে রাখা হবে!