বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় আমতলী এলাকা থেকে ৯ নারী, ১০ পুরুষ ও ১৪ শিশুসহ মোট ৩৩ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বর্ডার গার্ড বাংলাদেশের (৫৭ বিজিবি) আলীকদম ব্যাটালিয়ন গোপন তথ্যের ভিত্তিতে আমতলী আশ্রয়ণ প্রকল্পের অফিসে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের আটক করে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।