মো. আরকান, পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম রাউন্ডের ৬ষ্ঠ খেলা শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

এই খেলায় পেকুয়া ফুটবল একাডেমি মুখোমুখি হয়েছিল আনোয়ারা মুক্তিযোদ্ধা আবু তাহের একাদশ এর সঙ্গে। খেলাটি উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, উপস্থিত ছিলেন চট্টগ্রাম, কক্সবাজার এবং চকরিয়া আদালতে কর্মরত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

খেলা শুরুর প্রথম ৩ মিনিটে আনোয়ারা মুক্তিযোদ্ধা আবু তাহের স্মৃতি সংসদ গোলের চেষ্টা করলেও পেকুয়া ফুটবল একাডেমির গোলরক্ষক রহমত আটকে দেন। ৫ মিনিটের মাথায় আবারও গোলরক্ষক রহমত আক্রমণ প্রতিহত করেন। তবে, ১০ মিনিটে পেকুয়া ফুটবল একাডেমির হাসান একক প্রচেষ্টায় কামারা ডুডু কে বল পৌঁছালে পেকুয়া ১-০ গোলে এগিয়ে যায়। এরপর ৪ মিনিট পর পেকুয়া ফুটবল একাডেমির অধিনায়ক হাসান প্রতিপক্ষের ৩ খেলোয়াড়কে পরাস্ত করে বলটি ফুদানা এর কাছে পৌঁছান এবং ফুদানা শক্তিশালী শট মেরে পেকুয়াকে ২-০ গোলে এগিয়ে নেন। আনোয়ারা একাধিক পাল্টা আক্রমণ করলেও গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে উত্তেজনা চরমে পৌঁছায়। খেলাটি শেষ হওয়ার ৩ মিনিট আগে কামারা ডুডু আরেকটি গোল করলে পেকুয়া ৩-০ গোলে জয়ী হয়ে খেলা শেষ করে। পেকুয়া ফুটবল একাডেমি একক আধিপত্য বিস্তার করে খেলাটি জয় লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কামারা ডুডু, যিনি দুইটি গোল করেন।

বিশেষ অতিথির তালিকা: পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছাফওয়ানুল করিম এর সভাপতিত্বে, এবং এফ.এম. সুমন ও আহসান হাবিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, এস.ডি. সিটি সেন্টারের স্বত্বাধিকারী ছরওয়ার উদ্দিন, চট্টগ্রাম দায়রা জজ আদালতের এ.পি.পি. এড. আশফাক আহমেদ, এবং আরও অনেকে।

পেকুয়া ফুটবল একাডেমির পক্ষে খেলোয়াড়রা: রাজীব (গোলরক্ষক), রিমন, সায়েম, ফাদুনা, আয়ূব, হাসান (অধিনায়ক), কামারা, ইউসুফ, ডুডু, মাসুম, শাকিল, আহমদ শফি, ফোরকান, আরাফাত।

আনোয়ারা মুক্তিযোদ্ধা আবু তাহের স্মৃতি সংসদের পক্ষে খেলোয়াড়রা: রহমত (গোলরক্ষক), করিম, বাবু, ফরহাদ, রাকিব, প্রীতম, ফিরোজ, সামির, শিফাত, আরমান, আকিব, হান্নান, রিয়াদ, ইমন, রাকিব, ফরহাদ, তাওহীদ।