কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আরা’র পিতা, শিশুবাগ শিক্ষা নিকেতন-এর প্রতিষ্ঠাতা এবং মধ্য ঝিলংজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ফরিদুল আলম (৮০) প্রকাশ মাষ্টার ফরিদ বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
জনাব ফরিদুল আলম দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার দক্ষ নেতৃত্ব ও অবদান এলাকায় শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যুতে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আকতার উদ্দির চৌধুরী ও সিটি কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
এছাড়া, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।