সিবিএন ডেস্ক ;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি) শিক্ষাবৃত্তির আওতায় ৪০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে অনুদান প্রদান করেছে। মঙ্গলবার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ এবং নতুন ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জোন কমান্ডার লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের পাশাপাশি পার্বত্য এলাকার জনগণের শিক্ষা, খেলাধুলা ও জীবনমান উন্নয়নে নাইক্ষ্যংছড়ি জোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে মানবিক উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাবলম্বী হবে, পরিবারের হাল ধরবে এবং অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবে।”

বিজিবি সূত্র জানায়, গরীব ও বেকার শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে এবং নতুন একটি কম্পিউটার কোর্স চালু করা হয়েছে।

অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জোনের উপ-অধিনায়ক, বিজিবির সদস্যগণ, সাংবাদিকবৃন্দ, আর্থিক অনুদান গ্রহণকারী শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।