সিবিএন ডেস্ক ;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক প্রবাসীর রাবার বাগান পুড়ে গেছে। এতে প্রায় ১০ একর বাগানের ২ হাজারের বেশি উৎপাদনমুখী রাবার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল ৫টার দিকে বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধুইল্যাঝিরি এলাকায়, ২৮০ নম্বর আলীক্ষ্যং মৌজার ৩৯ নম্বর প্লটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাগান মালিক জহিরুল আলম, কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনার বাসিন্দা। তিনি জানান, প্রায় ২৯ বছর প্রবাসে থাকার পর কষ্টার্জিত অর্থ দিয়ে ২৫ একর রাবার বাগান গড়ে তোলেন। বছরখানেক আগে বাগান থেকে রাবার আহরণ শুরু হয়।
ঘটনার দিন জনৈক আবু তালেবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাগানে আগুন লাগিয়ে দেয়। পাহাড়ি এলাকায় বাতাস বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় ১০ একর রাবার বাগানের ২ হাজার গাছ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, প্রায় দুই ঘণ্টা ধরে চলা আগুনে রাবার গাছ, রাবার সংগ্রহের বাটি ও অন্যান্য সরঞ্জাম পুড়ে যায়। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরবর্তীতে প্রায় ৪০-৫০ জন গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশ রাবার বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে।
বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আবু বলেন, “রাবার বাগানটি লোকালয় থেকে দূরে থাকায় দুর্বৃত্তরা সহজেই আগুন দিতে পেরেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”