– আকতার চৌধুরী
আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সিবিএন এর ১৭তম জন্মদিন। ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি এক নিরব সূচনার মধ্য দিয়ে ‘কক্সবাজার নিউজ ডটকম’ (সিবিএন) যাত্রা শুরু করেছিল। আজ সেই পথচলার ১৬ বছর পূর্ণ হলো। আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের সংবাদপত্র ডিজিটাল ফরমেটে অনলাইন যুগে প্রবেশে সিবিএন প্রবীণতম নিউজপোর্টাল । দেশে বিডিনিউজ.কম এর পরে সিবিএন দ্বিতীয়। এবং কক্সবাজারে প্রথম।
ডিজিটাল ফরম্যাটে সংবাদপত্রের এই যাত্রা সহজ ছিল না, বরং নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই এটি আজকের অবস্থানে পৌঁছেছে।
সিবিএনের সুবাদে গত ১৬ বছর ধরে সার্ভার, হোস্টিং, ব্যান্ডউইথ, ডিজাইন, নেটওয়ার্কিং ও কম্পিউটারের সাথে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। একটি অনলাইন পোর্টাল পরিচালনা করা শুধু খবর প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর জন্য আর্থিক সংস্থান, টেকনিক্যাল সাপোর্ট ও কঠোর পরিশ্রমের প্রয়োজন।
অনেক সময় মনে হয়েছে, অনলাইন নিউজ পোর্টাল থেকে সরে দাঁড়াই। দীর্ঘ ১৬ বছরের নিরলস শ্রমের পরও আর্থিক লাভের চেয়ে ব্যয়ই বেশি। এখন তো অনেক নিউজ পোর্টাল রয়েছে, আমার না থাকলেও কক্সবাজারের খবর ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। তবে নিরপেক্ষতা বজায় রাখার যে ব্রত, তা ছেড়ে যেতে পারিনি।
কিন্তু দুঃখজনকভাবে বিগত সরকার ২০২১ সালের ১২ অক্টোবর কোন কারণছাড়া কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) বন্ধ করে দেয়। আমাদের পথচলা রুদ্ধ করে দেয়। অথচ অনলাইন নীতিমালা অনুযায়ী আমরাই প্রথম দিকের আবেদনকারী।
ছাত্রজীবন থেকে সাংবাদিকতা ও রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও ১/১১-এর পর থেকে অনলাইন সাংবাদিকতায় জড়িয়ে পড়ি। ২০০৮ সাল থেকে সম্পূর্ণ ভিন্ন একটি প্ল্যাটফর্মে কাজ শুরু করি। রাজনীতি, শিক্ষকতা ও অনলাইন সাংবাদিকতা—তিনটি ভিন্ন পেশার ভারসাম্য বজায় রাখা ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ।
রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় অনেকে মনে করেছিল, কক্সবাজার নিউজ দলনিরপেক্ষ হতে পারবে না। কিন্তু বিগত ১৬ বছরের সংবাদ পর্যালোচনা করলে পাঠক বুঝতে পারবেন, সিবিএন কখনো পক্ষপাতদুষ্ট ছিল না। সাংবাদিকতার নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু সেটাই আমাদের প্রতিশ্রুতি।
এই ১৬ বছরে প্রতিদিন গড়ে ৫০টি সংবাদ প্রকাশ করেছি। বছরে প্রায় ১৮,২৫০টি, আর ১৬ বছরে মোট ২,৯২,০০০ সংবাদ। একটি সংবাদেও ভুল হলে আইসিটি আইনের আওতায় জেল-জরিমানার ঝুঁকি থাকে। তাই প্রতিটি সংবাদ প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করেছি।
সংবাদ একটি পচনশীল পণ্য; আগে পত্রিকায় ২৪ ঘণ্টায় খবর পুরনো হত, এখন অনলাইনে ৫ মিনিটেই পুরনো হয়ে যায়। পাঠক ধরে রাখা কঠিন, তাই আমরা চেষ্টা করেছি “প্রতি মুহূর্তে কক্সবাজার” স্লোগান বাস্তবায়ন করতে।
সাংবাদিকতা অত্যন্ত পবিত্র একটি পেশা। সাংবাদিকগণ জনগণের বার্তা বহন করেন। সত্য ও সৎ সাংবাদিকতা দেশ ও জাতিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
কিন্তু দুঃখজনকভাবে, আজ অনেকেই সাংবাদিকতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন। অসাধু ব্যক্তিরা পেশার মর্যাদা নষ্ট করছেন। আমাদের দায়িত্ব সত্যকে তুলে ধরা, ন্যায় ও নিরপেক্ষতার পথে চলা।
সিবিএনের সফলতার পেছনে কক্সবাজারের সকল সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের অবদান অনস্বীকার্য। আপনারা সব সময় আমাদের পাশে থেকেছেন, সংবাদ সরবরাহ করেছেন, সমর্থন জুগিয়েছেন। আপনাদের এ ভালোবাসার প্রতিদান আমরা দিতে চাই।
এই দীর্ঘ ১৭ বছরের যাত্রায় যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই পথচলা যেন সত্য, ন্যায় ও নিরপেক্ষতার প্রতীক হয়ে থাকে, সেই প্রত্যাশা রইলো।