শ্রমিক কল্যাণের উপজেলা বৈঠকে শামসুল আলম বাহাদুর

স্বৈরাচারের পুনর্জন্ম ঠেকাতে শ্রমিক জনতাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:২৭ , আপডেট: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:২৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার নিয়মিত মাসিক উপজেলা বৈঠক জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুরের সঞ্চালনায় ১৫ ফেব্রুয়ারী দুপুরে হাসপাতাল রোডস্থ কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। এত আরো উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সাইদুল আলম, পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মুহাম্মদ শাহজাহান, পর্যটন শাখা সভাপতি মুহাম্মদ শাহজাহান, জেলা অর্থ সম্পাদক জসিম উদ্দিন, রামু উপজেলা সভাপতি মোক্তার আহমেদ, সদর উপজেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান,শহর সাধারণ সম্পাদক আবদুল হাকিম মাসুম,
ঈদগাঁও উপজেলা সভাপতি তৈয়ব উদ্দিন, কুতুবদিয়া উপজেলা সভাপতি মাওলানা আবদুর রহমান, টেকনাফ উপজেলা সভাপতি যয়নত উল্লাহ, চকরিয়া পৌরসভা সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনায়েদ, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক রুহুল কাদের, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক আমান উল্লাহ, রামু উপজেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শ্রমিকনেতা কবির হোছাইন, আমীর আহমেদসহ, মহেশখালী, পেকুয়া, মাতামুহুরির প্রমূখ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে শামসুল আলম বাহাদুর বলেন, শ্বৈরাশাসক দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু স্বৈরাচারের দোসর রন্ধে রন্ধে গাপটি মেরে বসে আছে।
তারা এক এক সময় এক এক ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা চালাচ্ছে।
স্বৈরাচারের শিকড় উপড়ে ফেলতে হবে, পুনর্জন্ম যেন না হয়। তাই শ্রমিক জনতাকে নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দেরকে স্বৈরাচার পূনর্জন্ম ঠেকাতে অগ্রণী ভূমিকা রাখবে হবে।