মো: আরকান, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ার জারুলবনিয়া উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে ২০টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খোকনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নুরুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বারবাকিয়া ওয়ারসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসলেম উদ্দিন, শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাদাত হোছাইন, জারুলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকের হোছাইন ও পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. আরকান।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।