জনকন্ঠ:

জামায়াতের নায়েবে আমির ডা. তাহের বলেছেন, মক্কা বিজয়ের পরেও মানুষের মনে বিভ্রান্তি ছিল, আমাদের সম্পর্কেও তেমনি বিভ্রান্তি আছে। সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমে সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, আমার হসপিটালে ৬০-৭০ জন অমুসলিম চাকরি করে৷ আমার নিজের পিয়নও আছে হিন্দু। মানুষ তো আমাদের সম্পর্কে খুবই ভুল বুঝে। তবে যারা অপপ্রচার করে তারাও বুঝে আমরা কি। ইচ্ছে করেই এই অপপ্রচার করে। আর অপপ্রচারের ইম্প্যাক্ট সমাজে সবসময়ই থাকে। অপপ্রচার এমন একটি জিনিস, মক্কা বিজয়ের পরেও মানুষের মনে বিভ্রান্তি ছিল। আমাদের সম্পর্কেও তেমনি বিভ্রান্তি আছে। আমরা এটা অস্বাভাবিক মনে করছি না।

তিনি আরো বলেন, আমি এখন আর প্রাকটিস করি না, জামায়াতের আমিরও করেন না। আমরা এখন আর ডাক্তারি পেশার সাথে নেই। ডাক্তার হিসেবে কিছুটা ক্ষতি আছে, কারণ এখানে আমি আর নেই। কিন্ত আমরা বিশাল একটা জনগোষ্ঠীকে একত্রিত করছি, ইসলামের সাথে ডাকছি। আর আমি ডাক্তার সাথে আছি, আমি এনডিএফের তত্ত্বাবধায়ক। ডাক্তারদের সাথে টাচে আছি আমি, এই পেশাকে আরো কীভাবে উন্নত করা যায় ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা যায় তা দেখছি।